বুধবার ১৫ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ    বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি : ডোনাল্ড লু     ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত তিন বিচারপতি    র‍্যাব, শ্রমিক অধিকার ও মানবাধিকার বিষয়ে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র    সমীকরণে ছিটকে গেছে লখনৌ-দিল্লি, রইলো যারা.....    আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ময়লা রেখেই চলছে দেয়ালে রঙের কাজ
শাহজাহান কবির, (গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ জুন, ২০২১, ১০:১৪ পিএম আপডেট: ২০.০৬.২০২১ ১০:২৭ পিএম | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২০- ২০২১ অর্থ বছরের ক্ষুদ্র মেরামত কাজের দুই লক্ষ টাকা বরাদ্দ পায় বিদ্যালয়টি। বরাদ্দকৃত টাকা দিয়ে চলছে বিদ্যালয় সৌন্দর্য বর্ধন ও আসবাব পত্র মেরামতের কাজ। 

রবিবার (২০ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় এক যুবক বিদ্যালয়ের দেয়াল পরিস্কার না করেই এমনকি ময়লা আবর্জনার উপরেই লাগানো হচ্ছে নতুন রঙ। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 



এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আকন্দ (জিন্নত) জানান, গতকাল আমি গৌরীপুর যাওয়ার পথে স্কুলে দেখছি একটা ছেলে ময়লা পরিস্কার না করেই নতুন রঙ লাগাইতাছে এমনকি এই বিদ্যালয়ে চার থেকে পাচ বছর যাবৎ কোন কাজ হয় না। এডহক কমিটি দিয়ে চলছে বিদ্যালয়। কিন্তু ক্ষুদ্র মেরামতের টাকা যায় কোথায়?  এডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষিকা মিলে কি কাজ যে তারাই জানে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মাহমূদা জেসমিনের কাছে জানতে চাইলে তিনি জানান বিদ্যালয়ে দুইলক্ষ টাকার কাজ করা হচ্ছে রঙ, দরজা, ঘরের সিলিং আববাবপত্র মেরামত। কিন্তু ময়লা আবর্জনার উপর রঙ করা হচ্ছে এটা আমার জানা নেই এমনকি এই কাজ করাচ্ছেন এটিও মোজাহিদ স্যার। রঙ করা কারিগরের নাম জানতে চাইলে তিনি জানান, এটিও মোজাহিদ স্যার বলতে পারবেন আমি তাহার পরিচয় জানিনা। 

এবিষয়ে বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে বাজেট কম। ১ লাখ ৫০ হাজার টাকা এর মধ্যে আনুষাঙ্গিক খরছ আছে ১০ হাজার টাকা, বাকী ১লাখ ৪০ হাজার টাকার কাজ করা হবে। ময়লার উপরে রং দেওয়ার কথা না। আজকে আমি যাই নাই, প্রধান শিক্ষকের কাছে কথা বলে দেখি।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের কাছে জানতে চাইলে তিনি জানান, ময়লার উপর রঙ লাগানো কোন ভাবেই সম্ভব নয়। যদি এ রকম হয়ে থাকে তদন্ত সাপেক্ষে সংক্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]