প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
দামেস্কের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রামের দিকে একটি ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়েছিল ইসরাইল।
সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, আজ ভোর ৩টা ২০ মিনিটে ইসরাইলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের গ্রামাঞ্চলের একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সূত্রটি আরও জানায়, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাবে তাদের কয়েকজনকে গুলি করে ভূপাতিত করেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠী ও সেনাবাহিনীর সামরিক পোস্টে মাঝেমধ্যে হামলা চালিয়ে আসছে ইসরাইল। তবে ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সিরিয়ায় এ ধরণের হামলার মাত্রা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি।