প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৫ পিএম আপডেট: ০৭.০২.২০২৪ ১১:১৯ PM

হযরত মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ সাহেব, মেজো ছেলে মাওলানা সাঈদ সাহেব, ছোট ছেলে মাওলানা ইলিয়াস সাহেব সহ মোট ১৪ জনের জামাত নিজামউদ্দিন মারকাজ থেকে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় এবং রাত ৭.৩০ মিনিট টঙ্গী ময়দানে এসে পৌছালে সাথীরা তাদের গাড়ি বহরে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানায়।
বিমানবন্দরে হযরতদেরকে স্বাগত জানাতে কাকরাইলের সূরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের সাহেবের সাথে মুফতি ওসামা ইসলাম সহ জামাত উপস্থিত ছিলেন।
নিজামুদ্দিন থেকে আরও এক জামাত আগামী কালক ময়দানে এসে পৌঁছাবে। ইতিমধ্যে বিদেশি মেহমান টঙ্গীর ময়দানে প্রায় তিন হাজারের উপরে এসে পৌঁছেছে। আয়োজকরা আশা করছে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবে।
আজ রাত সাড়ে নয়টায় ইজতেমার প্রথম মাশোয়ারা হবে।