প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:৪৬ AM

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী এবং তার মেয়ে পুতুলের ভোট দুটো পেয়েছি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার।
এর আগে, সকাল সাড়ে ৭টায় সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী।
এছাড়াও একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।