বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ১০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:০৩ AM

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজার ১০৪ এবং নারী নিহত হয়েছেন ২ হাজার ৬৪১ জন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৫ হাজার ৪০৮ জন।

তিনি জানান, উত্তর গাজায় আল-রান্তিসি হাসপাতালে দুই দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ও বিশেষায়িত শিশু হাসপাতালেও হামলা হয়েছে। এসব হামলায় চারজন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশু, হাসপাতালের কর্মী ও শরণার্থীও আছেন। হাসপাতালের সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস করেছে ইসরায়েল।

তিনি আরও জানান, অত্যাবশ্যকীয় সামগ্রীর চালান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে হাসপাতালে থাকা সবাই বিপন্ন অবস্থায় রয়েছেন। গেল কয়েক ঘণ্টায় ১৮ বার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৫২ জন নিহত হয়েছেন।

হামলায় এ পর্যন্ত ১৯২ জন চিকিৎসাকর্মী নিহত ও ৩২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া বন্ধ হয়ে গেছে ১৬টি হাসপাতাল। বিভিন্ন বেকারিকে লক্ষ্য করে হামলা চালানোয় খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্বের মদদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

এদিকে জাতিসংঘের হিসেবে, ২১ মাস আগে রাশিয়ার পুরো মাত্রায় ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রায় ৯ হাজার ৭০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যতজন নিহত হয়েছে এই এক মাসে তার চাইতেও বেশি বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com