প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:১২ পিএম

আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। যারা জনগনের সাড়া পাচ্ছে না তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আগামীতে বিদেশিদের সহায়তায় ক্ষমতায় যেতে চায়। তাদের সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। রাজনৈতিকভাবে বিএনপি কোন দলই নয়। যারা এদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, পাকিস্তান আমলের ধর্মান্ধতা চাই, তাদের প্লাটফর্মে পরিণত হয়েছে। তাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই এসব বলেন, ফাঁকা আওয়াজ দেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের স্মার্টকর্মীরা ভোট চাইবে। এজন্য স্মার্ট কর্নার করা হচ্ছে। দক্ষকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের কাছে ভোট চাইবে।
তথ্যপ্রযুক্তি আইন প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। অনেকেই ছবি তুলে বিভিন্নভাবে অপপ্রচার করছে, গুজবও সৃষ্টি করছে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উন্নত একটি রূপ। স্মার্ট বাংলাদেশের প্রাথমিকভাবে চারটি বিষয় এসেছে স্মার্ট গভর্নর, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমিক।
দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট করে গড়ে তুলতে কাজ করছে সরকার। তাই আমাদের প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মাণ করে আমাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নির্বাচনী ইশতেহার ছিল। ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে তিনি দেখিয়েছেন। আর আগামী ২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপি, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস প্রমূখ।