প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:৫২ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী গণজাগরণের পুতুলনাট্য উৎসবের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দু’টি স্থানে ঐতিহ্যবাহী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে রাজশাহী জেলার বাঁচার আশা পুতুলনাচ দলের পরিবেশনায় পুতুল নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।
মঞ্চের সামনে বসে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান। তবে উপস্থিত দর্শকরা পুতুল নাচ দেখে মুগ্ধ তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি। এদিকে, বিকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একই দল পুতুল নাচ পরিবেশন করে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর ফয়সাল জানান, গণজাগরণি এই আন্দোলনে বাংলাদেশের যে সংস্কৃতি সেগুলো তুলে ধরা হচ্ছে। পালাগান, পুতুল নাট্য ও যাত্রাপালাসহ বিভিন্ন যেসব স্থানীয় ঐতিহ্য রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যে অপ্রতিরোধ্য উন্নয়ন, সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে শিল্প সংস্কৃতি। আমাদের যে সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ সমৃদ্ধ সংস্কৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করার জন্য এ আয়োজন। সমৃদ্ধতর সংস্কৃতি দেশ পেরিয়ে বিশে^র দরবারে তুলে ধরাও আমাদের লক্ষ্য।