সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সুইডেন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৭ পিএম

সুইডেন আওয়ামী লীগ সম্মেলন শনিবার (১৬ সেপ্টেম্বর) স্টকহোমের হালুন্দা ফলকেতহোসে অনুষ্ঠিত হয়। সম্মেলন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও সম্মেলন কে সুষ্ট ভাবে সম্পন্ন করার জন মাননীয় প্রধানমন্ত্রী যার দায়িত্ব প্রদান করেছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান কাজী গোলাম আম্বিয়া ঝন্টু।

সম্মেলনে সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল মিয়া ও গীতা পাঠ করেন বাসন লাল সরকার। 

৫২ ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধে ও ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সুইডেন আওয়ামী লীগ এর সম্মেলনের সফলতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কতৃক প্রেরিত বানী পাঠ করেন সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও বাংলাদেশে আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বানী পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম।

সম্মেলন ভার্চুয়ালি প্রধান অতিথি থাকার কথা ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ উনি মাননীয় প্রধানমন্ত্রীর আমেরিকার উদ্দ্যেশে যাত্রা প্রাক্কালে ব্যস্ত থাকায় সম্মেলনে বক্তব্য দিতে পারেননি তবে সুইডেন আওয়ামী লীগ এর সম্মেলনে উপস্থিত সবাই কে শুভেচ্ছা জানান মোটফোনে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগ এর সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম আম্বিয়া ঝন্টু।

সুইডেন আওয়ামী লীগ এর গত সাত বছরের সকল কার্যক্রম এর উপর সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, এসময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্যরাখেন সুইডেন আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হক খান রানা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার জুয়েল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাছিম আহমদ, সুইডেন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সুইডেন যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহারিয়ার রিয়াদ এবং সুইডেন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির সমাপনী বক্তব্য দিয়ে সুইডেন আওয়ামী লীগ এর গত কমিটি কে বিলুপ্ত ঘোষনা করে দ্বিতীয় অধিবেশন এর জন্য সম্মেলন মঞ্চের দ্বায়িত্ব হস্তান্তর করেন সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান কাজী গোলাম আম্বিয়া ঝন্টু সাহেব কে, এ সময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাচন প্রস্তুত কমিটির অন্য দুই সদস্য হাফিজুর রহমান ও সিবেন্দ্র নারায়ণ দেব দুলাল এবং নির্বাচন কমিশনার বৃন্দ যথাক্রমে হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, ও সালাম চৌধুরী। 

নির্বাচন প্রস্তুত কমিটির চেয়ারম্যান কাজী গোলাম আম্বিয়া ঝন্টু সম্মেলনে উপস্থিত শতাধিক সংখ্যক মুজিব আদর্শের সৈনিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন,পরে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন কে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।

নির্বাচন কমিশনার জনাব আনোয়ার হোসেন প্রথমে সভাপতি পদে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির এর নমিনেশনর কথা উল্লেখ করে বলেন যেহেতু আর কোন প্রার্থী সভাপতি পদে নমিনেশন জমা দেননি তাই সর্ব সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবির এর নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে দুটি নমিনেশন জমা পড়ে যথাক্রমে সৈয়দ বজলুল বারী মাছুম ও সিরাজুল হক খান রানা, নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন দুই প্রার্থীকে আলোচনা করে সমঝোতা করার অনুরোধ করেন দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সমঝোতা হলে সিরাজুল হক খান রানার তার সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন তখন নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সুইডেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে আগামী তিন বছরের জন সৈয়দ বজলুল বারী মাছুম এর নাম ঘোষণা করে আগামী চল্লিশ দিনের মধ্যে সকলে সাথে আলোচনা করে একটি পূর্নাঙ্গ কমিটি তৈরী করার নির্দেশ প্রদান করেন। সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামীলীগ এর সাবেক সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক খান রানা ও আব্দুস সালাম চৌধুরী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com