বিভীষিকাময় ২১শে আগষ্টের নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে ফ্রান্স আ. লীগ
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯:৩৮ পিএম

২৭শে আগষ্ট রবিবার, রাজধানী প্যারিসের স্থানীয় ক্যাথসিমার একটি রেষ্টুরেন্টে ২০০৪ সালের ২১শে আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্ৰেনেড হামলায় নিহতদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধা,শাহেদ আলী, ফয়ছল ইকবাল, শাহাজান রহমান, নূরুল হক ভূঁইয়া ,
প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি খান সাইফুল, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হায়দার , ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু , সাইদুর রহমান, শওকত হায়াত বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, অভিবাসন সম্পাদক ইকবাল হোসেন সুমন , ইব্রাহিম মোল্লা, রাসেল বড়ুয়া ,ইউসুফ পাটোয়ারী, চৌধুরী মারুফ অমিত।
এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "১৫ই আগষ্ট এবং ২১শে আগষ্ট একই সূত্রে গাঁথা"।
নেতৃবৃন্দ আরো বলেন,অতি দ্রুত ২১শে আগষ্টের বিচারের রায় কার্যকর করতে হবে এবং এর নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।