প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:৪০ AM আপডেট: ২৬.০৭.২০২৩ ৬:৩৪ PM

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।