প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:৩৯ AM
ঝালকাঠি সদরে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসচালক মোহন খানকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। চালকের সহকারী আকাশ ওরফে বুলেট এখনো পলাতক।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এতে ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন।
‘বাসার স্মৃতি’ নামের বাসটি ৬৫ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীকে কমিটি প্রধান করা হয়েছে।