প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ পিএম

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র নির্বাচনে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল এবং ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরী, সংগঠনের সভাপতি ও একাত্তর টেলিভিশনের এডিশনাল নিউজ এডিটর মনির হোসেন লিটন, সাধারণ সম্পাদক গ্যালমান শফি( বাংলাভিশন), সিনিয়র সাংবাদিক মাহমুদ মনিরুলসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মঈনুল আহসান সোহেল।
এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক সংগঠন হোক পেশাদারিত্বের ও সহযোগিতার।