সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রথম সেশনে বাংলাদেশের দাপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১১:৪৫ AM

কুয়াশাভেজা সকালের শুরুটা বেশ ভালোভাবেই পার করে ফেলেছিল ভারত। বাংলাদেশের পেসাররা আবহাওয়া কাজে লাগিয়ে কোনো বিপদ ঘটাতে পারেননি। দুই ওপেনার শুভমান গিল আর লোকেশ রাহুল গড়েন ৪১ রানের জুটি। তবে এরপর দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ৭ রানের মধ্যে তুলে নিয়েছে ভারতের ৩ উইকেট।

সবমিলিয়ে বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের।

২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ভারত। রিশাভ পান্ত ২৯ আর চেতেশ্বর পুজারা ১২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। আউট হয়ে ফিরে গেছেন লোকেশ রাহুল, শুভমান গিল ও বিরাট কোহলি।

বাঁহাতি স্পিনে বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন তাইজুল ইসলাম, পেসার খালেদ আহমেদ ফিরিয়ে দেন রাহুলকে।

প্রথম ওভারেই কিছু বল নিচু হচ্ছিল। তবে ভারতের ওপেনিং জুটি শুরুটা পার করে দেওয়ায় বড় রানেরই আভাস ছিল স্পষ্ট। ব্যাট করতে নেমে সতর্ক শুরু আনে ভারত। বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন ও খালেদ শুরুতে ছিলেন একদম সাদামাটা। রান পেতে কোন সমস্যা হচ্ছিল না ভারতের দুই ওপেনারের। মাঝে মাঝে কিছু বল নিচু হয়ে যাচ্ছিল, তবে তা চিন্তার কারণ হচ্ছিল না ব্যাটারদের।

প্রথম ঘণ্টা অনায়াসে পার করে দেয়ার পথে ছিল ভারত। তবে ১৪তম ওভারে বাংলাদেশকে উইকেট উপহার দেন গিল। রোহিত শর্মার বদলে খেলতে নামা এই ওপেনার  ক্যাজুয়াল শটে থামান দৌড়। তাইজুলের বল স্কুপ করে পেছনের দিকে খেলতে গিয়েছিলেন। গতির তারতম্য মাথায় না নিয়ে খেলেন আলত ভাবে। সহজ ক্যাচ যায় লেগ স্লিপে দাঁড়ানো ইয়াসির আলির হাতে।

আরও পাঁচ ওভার পর দারুণ সময় আসে বাংলাদেশের। অধিনায়ক রাহুলও গিলের মতো উইকেট উপহার দিয়েই ফেরেন। খালেদের অনেক বাইরের বল আয়েশি ঢঙে খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি। ৫৩ বলে ২২ রানে বিদায় হয় তার।

পরের ওভারেই বিশাল উইকেট পায় বাংলাদেশ। ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে শিকার ধরেন তাইজুল। তার লেগ স্টাম্পে পড়ে শার্প টার্ন করা বল ব্যাকফুটে খেলতে গিয়ে পরাস্ত হন কোহলি। পরিষ্কার এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নিয়েও কাজ হয়নি তার। কোহলি থামেন ৫ বলে স্রেফ ১ রান করে।

৪৮ রানে ৩ উইকেট হারিয়ে হকচকিয়ে যাওয়া ভারতকে ভরসা দেন পান্ত। নেমেই স্বভাবসুলভ আগ্রাসী মেজাজ দেখাতে থাকেন তিনি। ২৬ বলের মধ্যে মেরেছেন ৪ বাউন্ডারি আর লং অন দিয়ে উড়িয়ে এক ছক্কা। তারসঙ্গে অন্য প্রান্তে টিকে ভরসা দিচ্ছেন পূজারা।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com