সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইউরোপীয়ান পার্লামেন্টের আইপিএম মিটিংয়ে বাংলাদেশের ভূঁয়শী প্রশংসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ২:৪০ AM আপডেট: ১৩.১২.২০২২ ১০:৩৮ এএম

ইউরোপীয় পার্লামেন্টের ডেলিগেশন ফর রিলেশনস উইথ কান্ট্রিস অব সাউথ এশিয়ার (ডিএসএএস) আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার ভূঁয়শী প্রশংসা করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) এর সদস্যরা।

বেলজিয়ামের ব্রাসেলসে শুক্রবার (বেলজিয়াম সময় ৮ ডিসেম্বর) বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অষ্টম আন্তঃসংসদীয় বৈঠক (আইপিএম) অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এবং ইউরোপীয় পক্ষের নেতৃত্ব দেন মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) অউসরা মালদেইকিন। এছাড়া বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলে মো. আবদুস সালাম মুর্শেদী এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, অপরাজিতা হক এমপি ও শফিউল ইসলাম এমপি অংশগ্রহণ করেন। 

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশ ও ইইউ’র মধ্যে গত পঞ্চাশ বছরের সফল অংশীদারিত্বের প্রশংসা করে একসঙ্গে এগিয়ে চলার পথে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে আলোচনা করে। জলবায়ু পরিবর্তন, বাণিজ্যের বহুমুখীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় মানবাধিকার, খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বৈশ্বিক অনিশ্চয়তা, সংকট ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করে অবিলম্বে সংঘাতের সমাপ্তির আহ্বান জানায়। 

বৈঠকে ইইউ বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসা করে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি এবং কোভিড মহামারিকালীন বাংলাদেশের অগ্রযাত্রায় ইইউ’র সহযোগিতামূলক ভূমিকার জন্য বাংলাদেশ প্রতিনিধি দল কৃতজ্ঞতা প্রকাশ করে। 

এ সময় বাণিজ্য বহুমুখীকরণ ও আধুনিকায়নে বাংলাদেশ সরকারের গৃহীত যুগোপযোগী পদক্ষেপ, বাংলাদেশের শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সর্বোত্তম অনুশীলন এবং সরকার কর্তৃক গৃহীত জনকেন্দ্রিক নীতি সম্পর্কে ইইউকে অবহিত করে বাংলাদেশের প্রতিনিধি দল। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ আয়োজিত পরবর্তী আইপিএম-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল।

সফররত সংসদীয় প্রতিনিধি দল বেলজিয়াম পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি মিসেস এলস ভ্যান হুফের সঙ্গেও সাক্ষাৎ করে। উভয়পক্ষ উভয় সংসদে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন বিষয়ে একমত পোষণ করে এবং এর মাধ্যমে বাংলাদেশ-বেলজিয়াম সম্পর্কের সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com