আমরা শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা দেখতে চাই: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০:৪৭ পিএম

ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। যদিও প্রতিপক্ষ কিছু অনিয়ময়ের অভিযোগ দিয়েছে। যদিও সেখানে ভোটারদের উপস্থিত সংখ্যা অনেক কম ছিল কিন্তু বাংলাদেশে এর আগে যত উপনির্বাচন হয়েছে সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ভোটার উপস্থিত বা ভোটার সংখ্যা নিতান্তই কম ছিল। এটাতে আশ্চর্য হবার কিছুই নেই।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৭৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আজ ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। বিজয়ী লাবু চৌধুরী মরহুম সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। যদিও প্রতিপক্ষ কিছু অনিয়ময়ের অভিযোগ দিয়েছে। যদিও সেখানে ভোটারদের উপস্থিত সংখ্যা অনেক কম ছিল কিন্তু বাংলাদেশে এর আগে যত উপনির্বাচন হয়েছে সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ভোটার উপস্থিত বা ভোটার সংখ্যা নিতান্তই কম ছিল। এটাতে আশ্চর্য হবার কিছুই নেই।