করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৩৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জনে।
সংক্রমণের দিক থেকে পঞ্চম অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৪২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৬৬৫ জন।
জাপানে আরও ৭৮ জনের মৃত্যু এবং ৩৪ হাজার ১৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন এবং মৃত বেড়ে হলো ৪৬ হাজার ২৩০ জন। এছাড়া সেরে উঠেছেন দুই কোটি চার লাখ ৬৮ হাজার ৬৭১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ২২ জন, অস্ট্রেলিয়ায় ১৬, তাইওয়ানে ৫২, চিলিতে ২২, ইন্দোনেশিয়ায় ১৮, পোল্যান্ডে ১৪, ফিলিপাইনে ৩৬ জনের মৃত্যু হয়েছে।