মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বে করোনা থেকে সুস্থ ৬১ কোটির বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৯:৫৬ AM

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪০৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, হাঙ্গেরি, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, পোলান্ড ও তাইওয়ানের মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৭৭ হাজার ৫০ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৯৯৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬১ কোটি ৩ লাখ ৭২ হাজার ৪৩১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ২২৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫০ লাখ ৫ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১০০ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৯৭ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৩১ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৬৮ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ১৪ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ১০ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৯২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ১৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৮১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ২৭৫ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬১০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৪৭৮ জনের।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ৪২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৩ লাখ ২ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ১২ হাজার ৩৬ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২৮ হাজার ৮৯৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ১৭৭ জনে।

হাঙ্গেরিতে একদিনে ১১৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ২১ লাখ ৩২ হাজার ৪৯০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭৯৮ জনে।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় পোলান্ডে ৪২ জনের মৃত্যু ও সংক্রমিত ১ হাজার ৬১৩ জন; ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৪৪ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১ হাজার ২০৬ জন এবং মৃত্যু ৩ জনের; ইন্দোনেশিয়ায় সংক্রমিত ২ হাজার ৩৯০ জন এবং মৃত্যু ১৬ হয়েছে জনের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com