
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি-ডিম ও মুরগির দাম। সব সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা, ডিম ডজনে ২০-২৫ টাকা ও মুরগি প্রতি কেজি ২০-২৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া স্বাভাবিক আছে অন্য সব পণ্যের দাম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, সব সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি ৭০ টাকা,গোল বেগুন ৯০-১০০ টাকা। টমেটো ১৩০ টাকা, শিমের কেজি ১৬০ টাকা। এছাড়া করলা ৮০ টাকা, চাল কুমড়া পিস ৬০ টাকা, লাউ আকারভেদে প্রতি পিস ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কচুর লতি ৮০, পেঁপের কেজি ৪০, বটবটির কেজি ৯০ এবং ধুনধুলের কেজি ৬০ টাকা।
বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি ৫০ টাকা, লেবু ১৫-২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০-৪৫০ টাকা।
সবজি বিক্রেতা মো. আল-আমিন বলেন, বৃষ্টি আর সাপ্লাই কম থাকায় সবজির দাম বেড়েছে। সরবরাহ বাড়লে আবার দাম কমবে।
এদিকে বাজারে আলুর কেজি ৩০ টাকা। দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। দেশি রসুনের কেজি ৪০-৪৫ টাকা। চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা। আদার কেজি ৯০-১১০ টাকায়। খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। এছাড়া লাল চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। দেশি মুশুরের ডালের কেজি ১৩০ টাকা। ইন্ডিয়ান মুশুরের ডালের কেজি ১০০ টাকা। লবণের কেজি ৩৮ টাকা। ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়।
এদিকে রাজধানীর অধিকাংশ বাজারে বেড়েছে ডিমের দাম। ফার্মের মুরগির লাল ডিমের দাম বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা। হাঁসের ডিমের ডজন ১৯০-২১০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ২২০ টাকা।
ডিম বিক্রেতা মো. আশিক বলেন, বৃষ্টি আর উৎপাদন কমের অজুহাতে সিন্ডিকেট ডিমের দাম বাড়াচ্ছে। সরকার আবার ব্যবস্থা নিলে দাম কমে যাবে।
বাজারে গরুর মাংসের কেজি ৬৮০-৭৫০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ব্রয়লার মুরগির দাম ১৬০ থেকে বেড়ে হয়েছে ১৭০-১৮০ টাকা। ২০ টাকা বেড়ে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ২৭০-২৮০ টাকা।
মুরগি বিক্রেতা রুবেল বলেন, বৃষ্টির কারণে বাজারে মুরগির সাপ্লাই কম। উৎপাদন ও সাপ্লাই কম থাকায় দাম বেড়েছে।