#সাম্প্রদায়িক সহিংসতা রুখতে হবে: ড. শাহিনূর রহমান। #সকল স্তরে অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন করতে হবে: উইলিয়াম প্রলয় সমদ্দার।
প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:৩০ পিএম

আসলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছোট বেলা থেকে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশেতো সম্প্রতি সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা হওয়ার কথা না। ১৯৭১ সালে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে দেশ স্বাধীন হয়েছিল সে দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে এবং অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৬৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনূর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. শাহিনূর রহমান বলেন, আমি প্রথমেই ভোরের পাতাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এইজন্য তারা ধারাবাহিকভাবে আজ পর্যন্ত ৭৬৯তম পর্ব নানা বিষয় নিয়ে করে যাচ্ছে। এই জন্য আমি ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানসহ ভোরের পাতার সকল কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় শিক্ষাগুরুর মর্যাদা। আসলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছোট বেলা থেকে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশেতো সম্প্রতি সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা হওয়ার কথা না। নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আমরা যেমন উদ্বিগ্ন, তেমনই বিস্মিত। উদ্বেগের কারণ এই- সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার অঘটন বেড়েই চলেছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পুনঃপুন হুঁশিয়ারি এবং ক্ষেত্রবিশেষ গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও হামলার ঘটনা থামছে না। আমরা মনে করি, দেশের বিভিন্ন স্থানে হওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনার দ্রুত বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিটি সাম্প্রদায়িক হামলার বিচার হোক।
উইলিয়াম প্রলয় সমদ্দার বলেন, সবাইকে কিন্তু একসাথে শত্রু বানালে চলবে না। আমরা জানি, জামায়াত এদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে। বিএনপি সাম্প্রদায়িক, উগ্রপন্থী ঘরনার রাজনীতি করে। জাতীয় পার্টি এদেশে ইসলাম ধর্মকে ব্যাবহার করে রাজনীতি করে এদেশে সাম্প্রদায়িকতার চরম একটি উদাহরণ প্রতিষ্ঠিত করেছে। শেষ থাকে বাংলাদেশ আওয়ামীলীগ। এই দল এখন পর্যন্ত তার মূল চার নীতির একটি অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে এবং যখন রাষ্ট্রধর্ম ইসলাম হলো তখন সেই সিদ্ধান্তের চরম বিরোধিতা করে এবং আজকে পর্যন্ত এই দল নিজেকে অসাম্প্রদায়িক দল হিসেবে দাবি করছে। আমরা দেখছি যে, এক মাসেরও কম সময়ের ব্যবধানে নড়াইলে দুটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটল। ১৬ জুন জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মুসলমানদের 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' দেওয়ার অভিযোগে এক দল পুলিশ ও জনতার সামনে গলায় জুতার মালা পরিয়ে ন্যক্কারজনকভাবে হাঁটানো হয়। ওই ঘটনার রেশ না কাটতেই গত ১৫ জুলাই শুক্রবার লোহাগড়ার দিঘলিয়ায় এক হিন্দুপল্লিতে একই ধরনের অভিযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলো। সারা দেশে ধারাবাহিকভাবে যেসব সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটেছে তা বাংলাদেশকে সংখ্যালঘু সম্প্রদায়শূন্য করে ধর্মান্ধ দেশে পরিণত করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। সুতরাং ১৯৭১ সালে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে দেশ স্বাধীন হয়েছিল সে দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে এবং অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।