দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৬২ জন এবং শনাক্ত ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।
রবিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৪৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৪৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। মৃত্যুবরণকারীদের বয়স ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ১ জন।