প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৮:৫৯ পিএম আপডেট: ০৯.০৬.২০২২ ৯:০১ PM

ধর্ষণে অভিযুক্ত দুই তরুণকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গুমলায়। বিক্ষুব্ধ গ্রামবাসী ওই দুই তরুণের গায়ে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওরাও নামে একজনের মৃত্যু হয়েছে। অপর তরুণ আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সূত্র বলছে, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক তরুণী। তাদের পথ আটকান সুনীল এবং আশিস। তারপর ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
এই খবর প্রকাশ হতেই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে বাইকে করে আসা ওই দুই অভিযুক্ত তরুণকে আটক করে গ্রামবাসী।
তাদেরকে বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই তরুণকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এমন খবর পৌঁছায় স্থানীয় থানায়। এরপরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
কিন্তু পুলিশ আসতে আসতেই এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্যজনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গেছে বলে জানিয়েছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা