শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজনীতির রক্তাক্ত ক্যানভাসে শেখ হাসিনাই মানবিকতার ছবি এঁকেছেন
সায়েম খান
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১:২৮ AM

আমরা পারি। বিশ্বে সম্ভবত আমরাই পারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যার পর অশুভ শক্তির অসুরেরা অভিহিত হয়েছিল জাতিরা সূর্যসন্তান হিসেবে। যারা ঘৃণিত ও ধিক্কৃত হওয়ার কথা ছিল, সেই খুনিরা হয়েছিল পুরস্কৃত। আর এই বিপরীত চক্রের মধ্য দিয়ে রাজনৈতিক মঞ্চ দখল করে নিল অরাজনৈতিক শয়তানেরা। শয়তানের স্বার্থ রক্ষার হাতিয়ার থেকে রাজনীতিকে যিনি জনগণের অধিকার আদায়ের হাতিয়ারে রূপান্তরিত করার সংগ্রামে নিরবচ্ছিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন, ত্রিশ লাখ শহিদের রক্তস্নাত বাংলায় যিনি শিখিয়েছেন রাজনীতি মানে গণমানুষের ভালো থাকার নিশ্চয়তা, মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। যিনি শিখিয়েছেন রাষ্ট্র মানে মানবিক বিবেচনাবোধ সম্পন্ন এক সত্তা। যার নির্ভীক-অকুতোভয় চিত্তের কারণে জানতে পেরেছি এই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো- যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে ইতিহাসের দায় শোধ। যার কল্যাণে জানতে পেরেছি আধুনিক বাংলাদেশ মানে স্বৈরশাসন আর বিচারহীনতার চৌহদ্দি পেরিয়ে ন্যায়বিচার ভিত্তিক জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা। যার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বাঙালি জাতির সেই অবিকল্প রাজনৈতিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। এই বোধ নিয়ে জীবনকে যাপন করা যে কোন মানুষই জাতির কাছে নমস্য। আর এমন সত্তা যদি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ধারণ করেন, তাহলে তিনি তাঁর জাতির কাছে হাজার বছরের আরাধ্য, সংশয়হীনভাবে পূজনীয়।

শেখ হাসিনা মানে মানবিক রাজনৈতিক দর্শনের বিস্তৃত এক বিদ্যাপীঠ । শেখ হাসিনা মানে এক ভালোবাসার নাম। শেখ হাসিনা মানে এদেশের মানুষের হৃদয়ে বয়ে চলা আবেগের নদী, মস্তিষ্কে যুক্তি-তর্কে প্রতিষ্ঠিত এক বিবেক। এই আবেগ হুজুগে তাড়িত নয়। এই বিবেক সহস্রবার হত হলেও একবার নত হয় না। তাঁর এই পর্বতসম দৃঢ়তা ও মানবিক চরিত্র অনেকের গা জ্বলার কারণ। তাই একটি মহল কোন তুলনামূলক বিচার বিশ্লেষণ না করেই কুৎসা আর অপপ্রচারে জর্জরিত করে চলেছে মানবিক এই নেতৃত্বকে। তারা সেই পুরনো শকুনের বংশধরদের প্রতিস্থাপনের অপচেষ্টায় লিপ্ত। তাদের লক্ষ্য রক্তচোষা সেই জল্লাদদের ক্ষমতাসীন করা। এই জন্য নিত্য নতুন অপরাজনৈতিক ডিসকোর্স তারা সামনে আনছে। কিন্তু তারা জানে না- যুক্তিহীন আবেগ আহাজারিতেই সীমাবদ্ধ থাকে। তা কোন ফল বয়ে আনতে পারে না। এরা কাপুরুষ ও দুর্বল চিত্তের। ভণ্ডামি এদের মজ্জাগত। তাই এরা নন্দিতকে নিন্দনীয় করার অপচেষ্টায় লিপ্ত।  শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাদের এই অপপ্রয়াস দীর্ঘদিনের। কিন্তু এই ষণ্ডারা শেষ পর্যন্ত বুলফাইটের ষাড়ের মতোই পরাজিত হবে। 

পরিশেষে বলতে চাই, এদেশের রাজনীতির রক্তাক্ত ক্যানভাসে জননেত্রী শেখ হাসিনাই এঁকেছেন মানবিকতার ছবি। আজকের বাংলাদেশের মানবিক দর্শনের কেন্দ্রবিন্দু তিনি। ব্যক্তিগত হিংসা-ক্রোধকে মাটি চাপা দিয়ে প্রতিপক্ষের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে দুঃসাহস তিনি দেখিয়েছেন রাজনীতির ইতিহাসে তা বিরল। যারা ছবক দেওয়ার চেষ্টা করছেন তারা একবার ভেবে দেখুন- আপনাদের ব্যক্তিজীবনে এ ধরনের ঔদার্যের ন্যূনতম স্মারক আছে কিনা? সুতরাং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারো কাছ থেকে ছবক নেওয়ার প্রয়োজন নাই। তাঁকে ছবক দিয়ে সত্য, সুন্দর ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে পুরনো শকুনেরা নিজেদের শুদ্ধ করার প্রয়াস নিলে তাদের নিজেদের যেমন ভালো হবে, তেমনি দেশ ও দশের কল্যাণ হবে।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com