সৈয়দ ওয়াসিফুল ইসলামের স্ত্রী আর নেই, ড. কাজী এরতেজা হাসানের শোক
প্রকাশ: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৭:৪১ পিএম আপডেট: ২৬.১১.২০২১ ৮:১১ PM

কাকরাইল মসজিদের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের স্ত্রী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আমেরিকার নিউইয়র্ক সিটির অবস্থাধিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদ মাগরিব তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ ওয়াসিফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক ড.কাজী এরতেজা হাসান শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) বাদ জোহর কাকরাইল মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।