প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১২:১৭ পিএম

ফাইল ছবি
রাজধানীর তেঁজগাও-গুলশান লিংক রোড এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শান্তা টাওয়ারের নির্মানাধীন ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভবনে নির্মাণ সামগ্রীর সঙ্গে থাকা চটের বস্তায় আগুন লেগেছে।
তিনি আরো বলেন, আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
ভোরের পাতা/অ