শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বানরের উপর বঙ্গভ্যাক্সের ট্রায়াল, বাংলাদেশের গবেষণায় নতুন মাইলফলক!
ড. মোহাম্মদ মহিউদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৫ পিএম

চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত সমস্যা এবং সমস্যাগুলো চিহ্নিত করে স্বাস্থ্যসেবার চাহিদা, লক্ষ্য, নীতি এবং উদ্দেশ্যগুলোর ভিত্তিতে গবেষণায় অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করে চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বিএমআরসি গঠন করেছিল! অথচ করোনা মহামারীতে দেশে উদ্ভাবিত ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ট্রায়ালে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, তাদের কোন সহযোগিতাই আমরা পাইনি যেমন বিএমআরসি ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন না দিয়ে দীর্ঘ পাঁচ মাস ধরে সম্পূর্ণ নীরব থেকেছে এবং এই ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি। উপরন্তু বিএমআরসি একেক সময় গণমাধ্যমে একেক রকম বক্তব্য দিয়ে সময় নষ্ট করেছে। 

সর্বশেষ বানরের শরীরে ট্রায়ালের জন্য শর্ত জুড়ে দেয়া কিংবা এক চিঠির উত্তর দেয়ার আগে নতুন পর্যবেক্ষণ দিয়ে আরেক চিঠি দেয়ার অর্থ হচ্ছে এই ভ্যাকসিনটি যাতে উৎপাদন করতে বা অনুমোদন পেতে আরো  অনেক সময় অতিবাহিত হয় এবং এটি যাতে আলোর মুখ না দেখে। যদি বানরের শরীরে টিকা প্রয়োগের কিংবা আরো পর্যবেক্ষণ দেয়া প্রয়োজন হতো তবে বিএমআরসি আরো ৫ মাস আগে গ্লোব বায়োটেককে এসব শর্ত উল্লেখ করতো।

অন্যদিকে আমেরিকার মডার্ণা তাদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন মাত্র ৪ দিনে পেয়েছিল! তাই আমেরিকা দ্রুততম সময়ে ট্রায়াল শেষ করে তাদের mRNA ভ্যাকসিন দিয়ে করোনার সংক্রমণ এবং মৃত্যুর উর্ধগতি নিয়ন্ত্রণ করেছে! আমরা যদি আমেরিকার মতো দ্রুততম সময়ে গ্লোব বায়োটেকের mRNA ভ্যাকসিন 'বঙ্গভ্যাক্স' মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করে আশানুরূপ ফলাফলের ভিওিতে টিকা কার্যক্রম শুরু করতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশে করোনার বর্তমান অবস্থা দেখতে কিংবা এতসংখ্যক মানুষকে মরতে হতো না বরং দেশের চাহিদা মিটিয়ে বঙ্গভ্যাক্স বিদেশে রপ্তানি করে আমেরিকার মডার্ণা কিংবা ফাইজার-বায়োএনটেকের মতো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব হতো, যা  দেশের অর্থনীতিকে আরো উন্নত ও সম্মৃদ্ধশালী করতো, এতে বাংলাদেশ অচিরেই উন্নত দেশে পরিনত হতে পারতো!

আমরা সরকারের সহযোগিতা পেয়েছি যেমন সরকার গঠিত একটি টেকনিক্যাল টিম আমাদের গবেষণাগার পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতা করেছে, পরবর্তীতে ঔষধ প্রশাসন মানবদেহে ট্রায়ালের জন্য বঙ্গভ্যাক্স উৎপাদনের অনুমতি দিয়েছে এবং সরকার এখনো বানরে টিকার ট্রায়ালে সর্বাত্তক সহযোগিতা করে যাচ্ছে! এতো সহযোগীতা করার পরও শুধুমাত্র বিএমআরসির অসহযোগিতা কারণে দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্স ইস্যুতে সরকার আজ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, তাই এই জায়গাটায় সরকারের একটু নজর দেওয়া উচিত!

আমাদের টিকাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ১টি ডোজেই এনিম্যাল ট্রায়ালে কার্যকর এন্টিবডি পাওয়া গেছে। আমরা আশা করছি ক্লিনিক্যাল ট্রায়ালেও অনুরূপ ফলাফল পাওয়া যাবে। এটি +৪° সেলসিয়াস তাপমাত্রায় ১ মাস এবং -২০° সেলসিয়াস তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এটি সিন্থেটিক্যালি তৈরি হওয়ায় তা ভাইরাস মুক্ত এবং শতভাগ হালাল। আমরা যদি দ্রুততম সময়ে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীর সেবায় ‘BANGAVAX’ কে উৎসর্গ করতে পারি, তাহলে বাংলাদেশের অবস্থান বিশ্বদরবারে আরো সুপ্রতিষ্ঠিত হবে।

লেখক: জ্যেষ্ঠ ব্যবস্থাপক, কোয়ালিটি এন্ড রেগুলেটরি, গ্লোব বায়োটেক লিমিটেড।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com