প্রকাশ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১:২৫ AM আপডেট: ১৭.০৪.২০২১ ১২:০৫ PM
বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ ও মহিলা উভয়ে যোগ দিতে পারেন।
অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২০ মে ২০২১ পর্যন্ত।
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের (http://joinnavy.navy.mil.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে APPLY NOW–এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। চার্জ ছাড়া ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
সার্কুলার লিংক- https://joinnavy.navy.mil.bd/media/contents/officers/20210414102335_New-Final-Ad-2022-A-Officer-cadet.pdf?fbclid=IwAR0Bxlk4ycbv8pP2cfYhQLZlfjtyzHNbquAyN1mepTPiXGmqR1jUFRodPfA