প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়ি, নিজেও সিলেটকে তার দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করেছেন বহুবার। তাই তিনি শুধু বিএনপির চেয়ারম্যানই নন, সিলেট বিভাগ তথা মৌলভীবাজারে সম্বোধীত 'সিলেটি দামান' হিসেবে। বয়োজেষ্ঠ্যদের দামান আর তারুণ্যের দুলাভাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এক যুগেরও বেশি সময় পর মৌলভীবাজারে আসছেন তার দ্বিতীয় নির্বাচনী জনসভায় যোগ দিতে। মৌলভীবাজার জেলা ছাড়াও শেরপুরের কাছাকাছি হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষ এ জনসভায় যোগ দেবেন।
প্রায় এক যুগেরও বেশি সময় পর আগামী ২২ জানুয়ারি বৃহস্প্রতিবার মৌলভীবাজার আসছেন 'সিলেটি দামান' খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার মতোই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকেই তিনি শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলীয় প্রচারণা। বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে আসবেন সিলেটে, পরদিন মাজার জিয়ারত শেষে যোগ দিবেন আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায়। সেখান থেকে সড়কপথে দুপুর ১টার দিকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন।মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় (১নং খলিলপুর ইউনিয়নের) আইনপুর খেলার মাঠে যোগ দেবেন তার দ্বিতীয় জনসভায়। সেখানে বক্তব্যের পাশাপাশি পরিচয় করিয়ে দিবেন মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের।
তারেক রহমানের আগমন উপলক্ষে এখন মৌলভীবাজারজুড়ে বইছে সাজ সাজ রব, সরেজমিনে আইনপুর খেলার মাঠে গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরি ও মাঠ প্রস্তুতের চূড়ান্ত কাজ চলছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, সড়কের পাশে ও বিভিন্ন ভবনের উপর বিশাল বিশাল ব্যানার, বিলবোর্ড ও সাইনবোর্ড টানিয়ে নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে। বিশেষ করে সমাবেশের মাঠ সংলগ্ন এলাকা ছেয়ে গেছে সাইনবোর্ড ও ব্যানারে। প্রায় দিনই কেন্দ্রীয় ও জেলা নেতারা মাঠ ঘুরে দেখছেন।
মাঠ পরিদর্শন করেন সাবেক এমপি ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তারেক রহমানকে বরণ করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে জানিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ মাঠে থাকবে দলীয় সেচ্ছাসেবক টিম। জনসভায় আমরা লাখো মানুষের উপস্থিতি আশা করছি। তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান নন, তিনি সিলেটবাসীর পরমাত্মীয়। তার জনসভায় সাধারণ মানুষেরও ঢল নামবে।
সর্বশেষ ২০০৫ সালে মৌলভীবাজারে আসেন তারেক রহমান। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মৌলভীবাজারের এই শেরপুর এলাকা সফর করেছেন। দীর্ঘ এত বছর পর এসে একই এলাকায় তারেক রহমানের এই জনসভা যেন ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের পুনরাবৃত্তি।