বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা: আব্দুল জলিল সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) বিকালে উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিপ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, আলোক বর্তিকার সভাপতি মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, প্রয়াত সাংবাদিকের কন্যা জান্নাতুল ফেরদৌস জেরিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদস্য মোর্শেদুর রহমান আনিস, সাংবাদিক জাহিদ হাসান, আবু সুফিয়ান পরভেজ, শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জলিল সরকার তিনি শুধু একজন দক্ষ সংগঠকই নন, ছিলেন সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস পরিশ্রমে উপজেলা প্রেসক্লাব একটি শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। 

বক্তারা আরো বলেন, তিনি ছিলেন সাংবাদিকতার বাতিঘর, তাঁর আদর্শ, কর্ম ও অবদান আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য ডা. নুরুজ্জামান।

এ সময় অন্যান্য আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com