বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
আমরা বিশ্বকাপে যাচ্ছি কি না এটা নিশ্চিত নয়: লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম

মাচ হেরে বিপিএল অভিযান শেষ হওয়ার পর রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে এলেন ভাঙা মনে। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার কাঁধে থাকলেও বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা ক্রিকেটারদের মনকে নাড়া দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন। লিটন সতর্ক থেকেছেন, নিজের অনুভূতি প্রকাশের বদলে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে দলকে প্রস্তুত রাখাই তার কাজ।

এর পেছনে মূল কারণ ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু ইস্যু। আইপিএল-এ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, তারা বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলবে না। 

এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশকে ভারতে পাঠানো নিরাপদ মনে করছে না। বিসিবি এখন আইসিসিকে অনুরোধ করেছে, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএলে ব্যস্ত থাকলেও রংপুর রাইডার্সের খেলোয়াড়রা মঙ্গলবার (আজ) থেকে এ ব্যস্ততা শেষ করেছেন। এখন বিশ্বকাপের প্রস্তুতি ও মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু অনিশ্চয়তার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? তিনি নিজেই প্রশ্নের জবাবে বলেন, বিশ্বকাপ অনেক দিন বাকি। আমরা যাচ্ছি কি না এটা নিশ্চিত নয়।’

দুই সপ্তাহ পর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। শেষ পর্যন্ত যদি বাংলাদেশ খেলতে যায় এবং প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারে, অধিনায়ক হিসেবে দায়িত্ব লিটনের ওপরই বর্তাবে। 

তবে লিটন পেশাদার ক্রিকেটার হিসেবে বলেছেন, ‘৭ তারিখে বিশ্বকাপ শুরু। ১৪ দিন হাতে আছে। মেন্টালি আমাদের অনেক সুযোগ আছে প্রস্তুতি নেওয়ার। লাইফে সব কিছুই আইডিয়াল হয় না। যেমন বিপিএল ম্যাচও আইডিয়াল ছিল না, কিন্তু খেলতে হয়েছে।’

বিসিবির পক্ষ থেকে এখনো লিটন ও দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই বিষয়ে লিটন বলেন, না, কেন জানতে চায়নি সেটাও আমি জানি না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com