প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম

ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত শান্তিচুক্তির দ্বিতীয় ধাপ অনুযায়ী ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিষদে বিভিন্ন দেশের সরকারপ্রধানকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সে অনুযায়ী ফ্রান্সকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া না জানানোয় দেশটির উদ্দেশে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শান্তি পরিষদে যোগ না দিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) খালিজ টাইমস ও রয়টার্সের প্রতিবেনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স ইতিবাচক হিসেবে দেখছে না। কারণ হিসেবে তারা ইঙ্গিত দিয়ে বলেছে, ‘ট্রাম্পের প্রস্তাবিত ওই বোর্ডের সনদ বা চার্টার শুধু গাজা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও বিস্তৃত।’
ম্যাক্রোঁর এ অবস্থান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে কি এমনটা বলেছে? তাহলে বলি, কেউই তাকে চায় না, কারণ খুব শিগগিরই সে ক্ষমতার বাইরে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘তার দেশের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসালে তখন যোগ দেবে। তবে সে যোগ না দিলেও কোনো সমস্যা নেই।’
এদিকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, তিনি শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে গত সোমবারই মস্কো আমন্ত্রণের বিষয়টি জানায়।