প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। এ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।
বিসিবি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে জানিয়েছে, ভারতে গিয়ে খেলা নিয়ে তারা নিরাপদ বোধ করছে না। তাই বিসিবি চাইছে—বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিসিবি এবার আরও একটি দাবি তুলেছে। তারা চাইছে— বিশ্বকাপ খেলতে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তা সবাই অন্তর্ভুক্ত।
আইসিসি ইতোমধ্যে পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা ও বিকল্প প্রস্তাবনা দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার বিসিবির হাতে রেখেছে। একই সঙ্গে জানিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তন সহজ নয়, কারণ সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে।
এর আগে, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনা ক্রিকেট মাঠ ছাড়িয়ে রাজনীতির ক্ষেত্রেও প্রবেশ করেছে।
এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে চিঠি দেয়।