খুলনার খালিশপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ২:২১ PM
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন রায়েরমহল এলাকাবাসীর উদ্যোগে বাংলাদেশের ঐক্যের প্রতীক, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে রায়েরমহল এলাকায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে দেশনেত্রীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।
আলোচনা সভায় আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও ত্যাগ আমাদের চলার পথের প্রেরণা।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো জাতির গণতন্ত্রের প্রতীক। তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে।
আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, ধর্মীয় আলেমগণ ও রায়েরমহল এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।