প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম

পূর্বগগনে ভোরের সূর্য ওঠার আগে থেকেই যশোরের ঝিকরগাছার ফুলেররাজ্যখ্যাত গদখালীর ফুলেরবাজার জমজমাট হতে শুরু করে।
শীতউপেক্ষা করে ফুলচাষিরা বিভিন্ন বাহনে করে তাদের উৎপাদিত রংবেরঙের নানা বাহারি ফুল আনতে শুরু করেন।
অল্প সময়ের মধ্যেই গদখালির বাজারে ফুল বেচাকেনায় ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়লক্ষ্য করা গেছে। গোলাপ,গাদা, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিউলাস,চন্দ্রমল্লিকাসহ নানা জাতের নয়নাভিরাম ফুল উঠতে থাকে বাজারে।
তবে,এদিন পর্যাপ্ত আহমদানি হওয়ায় ফুলের বাজারদরে কিছুটা ধস নামে।
ফুলচাষী ও ফুলব্যবসায়ীরা জানান, মৌসুম শুরু থেকেই ফুলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় ফুল বাজারের জায়গা সংকুলান হচ্ছেনা। ফলে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ফুলের বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত ফুলের আমদানি। ফুলচাষী গদখালী সদর আলী গ্রামের আবুল খায়ের, আব্দুল মালেক, পটুয়াপাড়ার ইয়াকুব আলী, বাইশার সাহেবালী মাঠুয়াপাড়ার মিকাইল হোসেন জানালেন, প্রতিটি গোলাপ ৪থেকে ৫টাকা,গাদা প্রতি হাজার আড়াই থেকে ৩০০টাকা,রজনীগন্ধা ১৮ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৫ টাকা, জারবেরা ১০থেকে ১২টাকা, চন্দ্রমল্লিকা ৪/৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকালের তুলনায় প্রতিটি ফুলের দুই তিন টাকা কম।
রফিকুল ইসলাম ঝিকরগাছা।