প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতা এ মানববন্ধনের আয়োজন করে।
ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ রমজান মাহমুদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুফতি আলী আকবর, মুফতি ইউসুফ আহম্মদ, মুফতি মনিরুজ্জামান, মুহা. মুস্তফা সরদার, মুফতি মুজাফফর হোসেন, হেফাজতে ইসলামের সাংগনিক সম্পাদক হাফেজ আ. রউফ প্রমুখ।
বক্তারা বলেন, মহান আল্লাহ ও নবী রাসুল নিয়ে কটুক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন মন্তব্য কেউ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাধারণ জনগণ ও আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা। মানবন্ধনে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।