বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী-সমর্থকরা।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের মনোনয়ন রিভিউয়ের দাবিতে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রাটি মতলব ব্রিজ টোল প্লাজা এলাকা থেকে শুরু হয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতলব দক্ষিণের নারায়পুর বাজারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ২শতাধিক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় বক্তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে তিনি বহুবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। ত্যাগ-নিষ্ঠা ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পরও প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে বলেও জানান বক্তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, এ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া ব্যক্তি দীর্ঘদিন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। বক্তারা আরও দাবি করেন, ২০০৬ ও ২০০৮ সালে তিনি বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন এবং সে সময় নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। দলের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিকে কীভাবে মনোনয়ন দেওয়া হলো তা তৃণমূল জানে না বলে মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, এই মনোনয়ন পরিবর্তন করে তৃণমূল থেকে উঠে আসা, জনপ্রিয়, ত্যাগী ও জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক এম এ শুক্কুর পাটোয়ারীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। তৃণমূলের গণদাবির যথাযথ মূল্যায়ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এম এ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফ উল্লাহ্ টিটু প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com