প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গী মোল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত শারমিন আক্তার জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ তাদের এক কক্ষের টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী পুড়িয়ে ফেলে। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
খবর পেয়ে সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ এ আগুনে গৃহহারা হয়ে মানবেতর পরিস্থিতিতে রয়েছেন শারমিন আক্তারের পরিবার। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আহ্বান জানিয়েছেন।