প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

যশোরের ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব উদ্বেগ জনক হারে বেড়েছে। কুকুরের কামড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ৫দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৮৮জন আক্রান্তের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ফলে হাসপাতালে সংরক্ষিত জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনের মজুদ ফুরিয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দেওয়া সুত্রে জানাগেছে, চলতি সপ্তাহের ১৪নভেম্বর শুক্রবার ৩৮জন, শনিবার ১৬জন, রবিবার ১৪জন, সোমবার ১৪জন ও মঙ্গলবার ৬জনকে বেওয়ারিশ কুকুরে কামড় দিয়ে মারাত্মক আহত বা ক্ষত সৃষ্টি করেছে।
তবে মঙ্গলবার ৬জনকে জলাতঙ্ক প্রতিষেধক বা এন্টি রেবিজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদিকে হাসপাতলে সংরক্ষিত জলাতঙ্ক প্রতিষেধক বা এন্টি রেভিস ভ্যাকসিনের আপৎকালীন মজুদ ফুরিয়ে যাওয়ায় আক্রান্ত রোগীদেরকে জরুরী চিকিৎসায় অন্যত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ জানিয়েছেন, চলতি মাসে কুকুরের কামড়ে আক্রান্ত ৬৬১ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
মঙ্গলবার ভ্যাকসিন শেষ হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছাঃ রনী খাতুন এবং সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারকে অবগত করা হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা বিষয়ক মিটিংয়ে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।