প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা। এই পদে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশন এর (দুদক) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার উত্তর ইসলামপুর। তিনি মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট শামসুজ্জামান মানিকের কনিষ্ঠ পুত্র। এর আগে তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২০১৭ সালের ৪ অক্টোবর থেকে ১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করে গেছেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুদকের এই পরিচালককে মৌলভীবাজারের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর দুর্নীতি ও আওয়ামীলীগের অনুসারীর তকমা লাগানো সাবেক ছাত্রলীগের নেতা, বিতর্কিত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনকে, বদলি করা হয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে।