বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের নিখোঁজ মাদ্রাসার ৩ ছাত্রী ফিরে এসেছে
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:১৮ AM

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ  দিন পর অবশেষে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসার তিন নিখোঁজ ছাত্রী বাসায় ফিরে এসেছে। তবে তারা কোথায় ছিল, কিভাবে ফিরে এসেছে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ফিরে আসা শিক্ষার্থীরা হলো—তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)। পরিবার সূত্রে জানা গেছে, তারা বর্তমানে পরিবারের হেফাজতে আছে, তবে শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভীত–আতঙ্কিত অবস্থায় রয়েছে।

ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিক প্রবাল চৌধুরী বলেন, “যেহেতু তাদের নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মামলা হয়েছে, তাই প্রক্রিয়া অনুযায়ী প্রথমে তাদের চিকিৎসা পরীক্ষার (মেডিকেল ক্লিয়ারেন্স) পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে পরিবারে হস্তান্তর করা উচিত।”

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার ওই মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করার পর ১৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম তখন দাবি করেছিলেন, “তিন শিক্ষার্থী পরিকল্পনা করে চারটি ব্যাগ নিয়ে পালিয়েছে। এতে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানিয়েছিলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তারা ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে ট্রেনে করে অজ্ঞাত স্থানে যায়।” পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ তখন বলেন, “তদন্ত চলছে, ইতিবাচক কিছু হলে জানানো হবে।” নিখোঁজের পরপরই পরিবারগুলো মেয়েদের ছবি দিয়ে বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি ও পুরস্কার ঘোষণাও দিয়েছিল।

অবশেষে তিন ছাত্রী ফেরায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে, তবে তারা কোথায় ছিল ও কীভাবে ফিরে এলো—এ নিয়ে রহস্য রয়ে গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com