প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেট চৌরাস্তায় বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বৃহত্তর রামপুর বিএনপি আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন,অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হক চানু।
রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্যও টাঙ্গাইল ৪ ( কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহর আলী,অধ্যাপক একেএম আব্দুল আউয়াল,উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম রতন,কালিহাতী পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল বাছেদ প্রখুখ।
এ সময় বক্তারা বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।