বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সিলেটের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম

সিলেটের রাজনৈতিক অঙ্গনে ফের জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। সারা দেশের মতো সিলেটেও বিএনপি ঘোষণা করেছে তাদের একক প্রার্থী তালিকা। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হলেও, সিলেট-৪ ও ৫ আসনে এখনো রহস্য জিইয়ে রেখেছে দলটি। ফলে কে হচ্ছেন শেষ মুহূর্তের চমক—তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

সারাদেশে মোট ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় সিলেট বিভাগের ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

সিলেট-১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার মুক্তাদির আহমদ, যিনি পূর্বে এই আসনে দলের প্রার্থী ছিলেন এবং দলীয়ভাবে দীর্ঘদিন ধরেই সক্রিয়। সিলেট-২ আসনে প্রার্থী হয়েছেন তাহসীনা রুশদী লুনা, প্রয়াত বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী।

সিলেট-৩ আসনে আব্দুল মালিক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সিলেট-৬ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।

তবে সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই দুটি আসন নিয়ে এখনো চলছে দলীয় সমন্বয় ও কৌশলগত আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের মতামত যাচাই-বাছাই শেষে পরবর্তীতে এ দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সিলেট ৫ আসন শরীক দলকে ছেড়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিলেট-৪ ও ৫ আসনেই বিএনপি রাখছে ‘চূড়ান্ত চমক’। কারণ, এই দুটি আসনে স্থানীয়ভাবে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম ঘুরছে আলোচনায়, যারা হয়তো শেষ মুহূর্তে মনোনয়ন পাবেন।

একইসঙ্গে, অন্যান্য দলের প্রার্থীদের প্রস্তুতিও সিলেটে তুঙ্গে। ফলে সিলেটের আসনগুলোকে কেন্দ্র করে এখন থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সমীকরণের নতুন হিসাব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com