শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপির পর এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:০০ AM

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে রাজনীতির হাওয়া। ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তার আগে ২৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

দল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১০০-১৫০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে কাজ করছেন নীতিনির্ধারকরা। তবে শীর্ষ নেতাদের আসন প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-১১ থেকে নির্বাচন করবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ থেকে নির্বাচনে লড়বেন সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে লড়বেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; পঞ্চগড়-১ আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে লড়বেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নোয়াখালী-৬ থেকে লড়বেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব লড়বেন ঢাকা-১৪ আসন থেকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করতে পারেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘চলতি মাসের মধ্যেই আমরা ১৫০-১৬০ আসনে প্রার্থী ঘোষণা করব। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম থেমে নেই। প্রার্থী বাছাই চলছে এবং খুব দ্রুতই প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।’

কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি জোটে যেতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক জায়গা।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ভার যাদের ওপর রয়েছে, তেমন কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার আগে তাদের অনেকবার ভাবতে হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com