শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টাঙ্গাইলে বিএনপি নেতা লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিল
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:১০ পিএম

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া উদ্যোগে লিফলেট বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে কালিহাতী ফাতেহা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।

 দুপুরে বেতডোবা তাঁর নিজ বাসবভনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল  ও খাবার বিতরন করা হয়।

 কালিহাতী পৌর সভার সাবেক কমিশনার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের বিএনপির  মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।

এসময় বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার মেয়ে সোনিয়া হালিম,  এলেঙ্গা পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোকাজ্জল হোসেন,উপজেলা যুবদল নেতা মোঃ আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্বাস আলী তালুকদার প্রমুখ। 

ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। কালিহাতীর জনগণ পরিবর্তন চায়, তারা বিএনপির নেতৃত্বে সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত।

এর পর বিকালে উপজেলার পারখী বাজারে লিফলেট বিতরণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  অংশ নেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com