শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে জামালপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৭) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)। শাহিদা বেগম নুরুন্দি এলাকার ডিগ্রীরচর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের দড়িপাড়া এলাকায় বাসটি থামিয়ে অভিযান চালায় এবং ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করে।

পুলিশ যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং যাত্রীদের তল্লাশি চালায়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়, তবে দ্রুতগামী পরিবহণের বাসটি জব্দ করে রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগে দুটি করে মোট চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com