শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আইনজীবীর সঙ্গে সাক্ষাত বঞ্চনা: গুলশান থানার ওসিকে শোকজ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৬:২৬ PM

ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার সাথে তাঁর আইনজীবীর সাক্ষাত ও আইনি পরামর্শের অধিকার লঙ্ঘনের ঘটনায় আদালত গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি) শোকজ নোটিশ জারি করেছে।

আজ রোববার (৫ অক্টোবর) ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী সারোয়ার হোসাইনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এ আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামির আইনজীবীকে থানায় গিয়ে তাঁর মক্কেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি, যা বাংলাদেশের সংবিধান এবং ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী।

এর আগে, ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গতকাল শনিবার (৪ অক্টোবর) ভোরে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

গুলশান থানার এসআই আবদুস সালাম বলেন, গত ১২ সেপ্টেম্বর নিকেতনের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।

ওই ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

ওই মামলায় গ্রেপ্তারের জন্য ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার ধানমন্ডির বাসায় যাওয়া হয় গত শুক্রবার রাতে। সারারাত তারা বাসার দরজা খোলেননি। পরে ভোরে বাসার দরজা খুলে দিলে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্যারিস্টার আহসান হাবিব নিকেতনের ওই মিছিলে অংশ নিয়েছেন কি না অথবা অর্থায়ন করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে এসআই আবদুস সালাম বলেন, তদন্তাধীন বিষয়ে কিছু বলাটা উচিত হবে না।

এদিকে আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী সারোয়ার হোসাইন জানান, আহসান হাবিব গ্রেপ্তার হওয়ার পর বারবার থানায় গেলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি গ্রেপ্তারের কারণও জানায়নি। অথচ সংবিধানে বা সিআরপিসিতে তার এ অধিকার রয়েছে।

এরই প্রেক্ষিতে আজ আইনজীবী সারোয়ার হোসাইন আদালতে আবেদন করলে আদালত উপরোক্ত আদেশের মাধ্যমে গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি) শোকজ নোটিশ জারি করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com