শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ AM আপডেট: ২৯.০৯.২০২৫ ১২:৪২ এএম

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সুর্যকুমার যাদবের ভারত। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৫ উইকেটে পৌঁছে যায় তারা। ফলে এশিয়া কাপ ২০২৫ শিরোপা ওঠে ভারতের হাতে।

মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই প্রবল চাপে পড়ে যায় ভারত। ২০ রান তুলতেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটার অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। বল হাতে আগুন ঝড়ান শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। তবে এরপর শান্ত ব্যাটিংয়ে দলকে ভিত্তি এনে দেন তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। ৫৯ বলে ৫৭ রান যোগ করেন তারা। দলীয় ৭৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন স্যামসন (২১ বলে ২৪)। 

স্যামসন আউট হলেও ওয়ানডে স্টাইলে শিভাম দুবেকে নিয়ে রানের চাকা এগিয়ে নেন তিলক। এক পর্যায়ে বাড়ান রানের গতি। তাতে হতাশ হয়ে পড়ে পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত তিলকের কাছে পরাস্তই হতে হয় পাকিস্তানের বোলারদের। শেষ পর্যন্ত উইকেটে থেকে ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিলক। ৩টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান তিনি। ছয়ে নেমে ২২ বলে ৩৩ রানের ভীষণ কার্যকরী ইনিংস খেলেন দুবে। 

এর আগে, অবিশ্বাস্য ব্যাটিং ধসের পর ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৮৭ রান করে ফেলে দলটি। সবার যখন ধারণা দুই শ’র আশেপাশে রান করে ফেলবে পাকিস্তান, তখনই মড়ক শুরু হয়। অলআউট হয় নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই। 

টসে জিতে আজ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে সূর্যকুমার যাদবের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ৮৪ রান যোগ করেন তারা। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর করা দশম ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। ১০ ওভারে ৮৭ রান করে দলটি। ১২ ওভার শেষে ওই ১ উইকেট হারিয়েই ১০৭ রান করে ফেলার পর মুদ্রার অন্য পিঠ দেখায় তারা। 

১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম ওভারে টানা একটি করে উইকেট হারায় পাকিস্তান। একে একে ফিরে যান সাইম আইয়ুব (১১ বলে ১৪), মোহাম্মদ হারিস (২ বলে ০), ফখর জামান (৩৫ বলে ৪৬) ও হুসাইন তালাত (২ বলে ১)। ১৬ ওভার শেষে দলটির রান দাঁড়ায় ৫ উইকেটে ১৩৩। 

১৭তম ওভারে ইনিংসের সবচেয়ে বড় বিপর্যয় দেখে পাকিস্তান। ওই ওভারে সালমান আলি আগা (৭ বলে ৮), শাহিন শাহ আফ্রিদি (৩ বলে ০) ও ফাহিম আশরাফ (২ বলে ০) আউট হন। পরের ওভারে হারিস রউফকে (৪ বলে ৬) ফেরান জাসপ্রিত বুমরাহ। ১৯তম ওভারে মাত্র ৫ রান এলেও দীর্ঘ সময় পর উইকেট না হারিয়ে ওভার পার করে পাকিস্তান। তবে ২০তম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নওয়াজকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন বুমরাহ। 

৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন কুলদীপ যাদব। সমান ওভারে সমান রান দিয়ে বরুণ চক্রবর্তীর শিকার ২ উইকেট। সমান ওভারে ২ উইকেট নেওয়া অক্ষর প্যাটেলের খরচ মাত্র ২৬ রান। বাকি ২ উইকেট বুমরাহর। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com