বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে বিজিবির অভিযান, প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ও দুই যুবক আটক
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ AM আপডেট: ২৮.০৯.২০২৫ ১১:৫৪ এএম









ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার ওজন দুই কেজি ৩৩১ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি করেছে বিজিবি। এসময় স্বর্ণ পাচারে জড়িত সন্দেহে একটি মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়েছে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে মহেশপুর বিজিবি।


আটককৃতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জের খোদ্দরায় গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও তার সহযোগী কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৫)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন দেওয়া প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা যায়।


প্রেস ব্রিফিংয়ে মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় হাজী ডিলাক্স সার্ভিসের একটি বাসে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোদ্দর গ্রামের সৌরভ বিশ্বাসকে আটক করে বিজিবি। পরে তার দেওয়া তথ্যমতে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে সৌরভ বিশ্বাসের সহযোগী রনজিৎ বিশ্বাসকে আটক করে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ৫৮ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক দুই আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, স্বর্ণ আটকের ঘটনায় দুজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের করার পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com