শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৮ AM

জিতলে টিকে থাকবে আশা, হারলেই বিদায়, কার্যত বাঁচা-মরার এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যখন আফগানিস্তান, ভয় কিছুটা থাকেই।  তবে সেই ভয়কেই এবার জয় করেছে বাংলাদেশ।  বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এবারের এশিয়া কাপে টিকে থাকল টাইগাররা।

আবুধাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে টাইগাররা।

ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ তামিম জুটি গড়েন ৬৩ রানের। পারভেজ ইমনের জায়গায় একাদশে ফেরা সাইফ ২৮ বলে ৩০ রান করেন। ইনিংসে দুটি চার ও একটি ছক্কা ছিল। তবে সাবলীল হতে পারেননি। এরপর অধিনায়ক লিটন দাস ফিরেন ১১ বলে  ৯ রান করে। 

তবে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তানজিদ তামিম। ৩১ বলে চারটি চার ও তিন ছক্কায় করেন ৫২ রান। দলের স্কোর তখন ১০৪। চার নম্বরে নেমে তাওহীদ হৃদয়ও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২০ বলে ২৬ রান করেন একটি চার ও একটি ছক্কায়। স্লগ ওভারে শামীম হোসেন ১১ বলে ১১, জাকের আলি ১৩ বলে ১২ এবং নুরুল হাসান সোহান ৬ বলে অপরাজিত ১২ রান যোগ করেন। প্রত্যাশা থাকলেও বাংলাদেশ থেমে যায় ১৫৪ রানেই।

তবে আসল সংকট দেখা দেয় বোলিং বিভাগে। একজন বিশেষজ্ঞ বোলার কম নিয়ে একাদশ সাজানোয় ভরসা রাখতে হয় পার্ট-টাইমার সাইফ হাসান ও শামীম পাটোয়ারির ওপর। আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও নুর আহমেদের সামনে সেই শঙ্কা আরও প্রকট হয়।

বাংলাদেশের মূল বোলারদের মধ্যে নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট। রিশাদ আহমেদও সমান ২ উইকেট নেন ১৮ রান খরচায়। মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন দুই উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট।

কিন্তু পার্ট-টাইম বোলারদের ব্যর্থতাই শেষ পর্যন্ত কাল হয়। সাইফ ৩ ওভারে দেন ৩৯ রান, শামীম এক ওভারে খরচ করেন ১৬ রান। তাদের ৪ ওভারেই যায় ৫৫ রান। ফলে লড়াই জমলেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় আফগানদের।

আর এতেই এখন ৩ ম্যাচে ২ জয় নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে টাইগাররা। এই গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা।

গ্রুপের বাকি দুই দলের ভিতর আফগানরা ২ ম্যাচে ১ জয় নিয়ে তৃতীয় ও ৩ ম্যাচে সবকয়টি হেরে শেষে অবস্থান করছে হংকং।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com