প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২০ পিএম

চার দিন জীবন-মৃত্যুর লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ রাজানগরের বাসিন্দা ছমির উদ্দিন মিয়া (৬৯)।
বুধবার (৪ ডিসেম্বর) মাওলানা মহিউদ্দিন রাব্বানী নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে প্রথমে তার মেয়েকে মারধর করে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলেও রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে রবিবার (৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, দোষীরা শিগগিরই গ্রেপ্তার হবে।