প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:২৫ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার স্বপ্নের মতো রাত কাটিয়েছেন সাকিব আল হাসান। এই রাতে তিনি ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক, গড়েছেন ইতিহাস। বলা যায় বেশ অনেকদিন পর ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। একইসঙ্গে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডের দিকেও এগিয়েছেন আরেক ধাপ।
টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে গতকাল ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। এছাড়া ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন তিনি। এদিন সাকিব বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। এরপর রান তাড়া করতে নেমে ১৮ বলে খেলেছেন ২৫ রানের ইনিংস।
সাকিবের এমন পারফরম্যান্সে ভর করে সহজেই জিতেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আর সাকিব পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের আগে এখন আছেন কেবল চারজন।
টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে সেরা হয়েছেন ৪৮ বার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন ৪৫ বার।
সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। তারই সমান ৪৪ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। তবে রাসেলের লেগেছে অনেক বেশি ম্যাচ, ৫৬৪। হেলস, পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাপিয়ে যাওয়া সহজ হলেও গেইলকে পেছনে ফেলা কিছুটা কঠিনই হবে সাকিবের জন্য।